তুমি চাইলে জীবন ছাড়বে ভুবন
তুমি ছাড়া একদিন থাকবে না মন।।


তুমি নেই কেউ নেই জীবনে আমার
সুখ দিবে দুঃখ দিবে দাও বার বার।
তুমি যদি হও পর কাঁদবো এ বন।।


তোমাতেই সব কিছু লেখা কত গান
নিশিতে তোমায় ভেবে সুখে ভরে প্রাণ।
এ ভুবনে তুমি শুধু যেন খাটি ধন।।


রচনা কাল : ০৪/০৮/২০১৮ ইং