তুমি বন্ধু সুখী হলে আমি সুখী হবো
পাশাপাশি চিরকাল মনে শুধু রবো।
কত কথা কত গান হয়ে আছে স্মৃতি
দিন গুলো পড়ে আছে হয়ে আজ গীতি।
দাও তুমি আরো ব্যথা তবুও সইবো।।
নিখিল বিশ্ব আমার হল অন্ধকার
বাঁধলে অন্যের সাথে জনমের ঘর।
কোন দিন কোন কিছু নাহি তাই চাবো।।
রচনা কাল : ০৪/০১/২০১৮ ইং