তুই সখি ভালবেসে আয় কাছে আয়
তোরে নিয়ে সারাক্ষণ মন গান গায়।।
প্রেম দিয়ে দিবো ভরে তোর মন প্রাণ
একবার মুখে বল তুই হবি জান।
দিবানিশি পথ চেয়ে থাকি অপেক্ষায়।।
কাজ কর্ম ফেলে ছুটে বার বার আসি
হৃদয়টা যায় জুড়ে দিলে মিষ্টি হাসি।
চিরকাল মন যেন কাছাকাছি চায়।।
ছুঁয়ে দিলে দু'টি হাত সুখে ভরে মন
প্রেম সুখে হাসে বুঝি এই দু'নয়ন।
স্বপ্ন মাঝে প্রতিদিন খুঁজে মন পায়।।
রচনা কাল : ০৭/১১/২০১৮ ইং