তুই ফুল তাই বলে আমি হই মালি
তুই নদী তবে আমি চিকচিকে বালি।।
তোর মুখে ফোটা হাসি বড় ভালবাসি
বার বার নানা ছলে তাই ছুটে আসি।
হৃদয়ের কথা বলি তবু দ্যাস গালি।।
তোর বুকে মাথা রাখি স্বপ্নে প্রতি রাতে
ছুটে চলি সারা দেশ হাত রেখে হাতে।
চোখ খুলে তারপর চোখে পানি ঢালি।।
সারাক্ষণ ভেবে যাই হবি নাহি পর
এই বুকে চিরকাল বেঁধে রবি ঘর।
এই আশা হবে পূর্ণ নয় খালি খালি।।
রচনা কাল : ২১/১১/২০১৮ ইং