তৃষা মেটেনি মনের শুধু হাহাকার
দিবানিশি তাই বুক জ্বলে বার বার।।


ভালবেসে কেউ বুকে নেয় নি তো টেনে
নিজ থেকে ভালবেসে নিছি যারে মেনে
সেও আমায় কাঁদায়ে গেছে পর ধার।।


মন জুড়ে শুধু ব্যথা গেয়ে যায় গান
ব্যথা শুধুই আমায় দিছে যেন মান।
তার কাছে ঋণী তাই মেনে গেছি হার।।


রচনা কাল : ০২/০৯/২০১৮ ইং