তোরে ভালবাসি বলে দিলি এত জ্বালা
বুকটারে তিলে তিলে করে দিলে ফালা।
দূরে চলে যত যাস কাছাকাছি আসি
সত্য মনে বার বার বলি ভালবাসি।।
চিনে নিলি বুঝে নিতে কেন এত হেলা
দুঃখ জলে সাঁতরাতে কেটে যায় বেলা।
কূল পেতে ভরা নদী যাবো কত ভাসি।।
পাষাণীর মত গেলি করে আচরণ
বুক ভরে প্রেম তোরে দিয়ে ছিল মন।
সব ভুলে দূরে গিয়ে দিলি তুই হাসি।।
রচনা কাল : ২৫/০১/২০১৯ ইং