তোর সাথে হেটে গেলে মেলে বড় সুখ
হাসে থাকে সারাক্ষণ তাই যেন মুখ।
দূরে গেলে প্রাণ জ্বলে কষ্ট শুধু পাই
বিরহের সুরে সুরে গান গেয়ে যাই।।


তুই ছাড়া লাগে একা বুক কেঁদে যায়
মন প্রাণ সারাক্ষণ তোরে কাছে চায়।
মন জুড়ে তুই ছাড়া আর কিছু নাই।।


ভালবেসে কাছে টেনে দিস তুই হাসি
প্রেম সুখে তরী বেয়ে যাবো দূরে ভাসি।
খাঁটি মন দিস তুই কিছু নাহি চাই।।


রচনা কাল : ১৭/১১/২০১৮ ইং