তোর মন ঘিরে কত উড়ছি বাতাসে
অনেক ভালবাসিস দেখেছি আবাসে।।


সাজালি হৃদয় তুই বসে আনমনে
প্রেমের ডাকে আমারে নিলি ফুল বনে।
হাসিতে ফুটালি ফুল হৃদয় আকাশে।।


লক্ষ তারা সুখ করে দিলি বুকে জ্বলে
যা ছিল কষ্ট আমার সব দিলি ফেলে।
কষ্ট জেলে ঘুরে ফিরে ছাড়ালি খালাসে।।


রচনা কাল : ০১/১০/২০১৮ ইং