তোর কথা ভেবে কত গান লিখে যাই
নিশিতে লিখতে গান মনে সুখ পাই।।
যেদিন কথা বলিস অনেক সময়
সেই দিন ভাবি শুধু প্রেম হবে জয়।
হারাবার ভয় আর দেখি বুকে নাই ।।
তোরে নিয়ে স্বপ্ন গুলো কত করে হাসে
মনে হয় সারাক্ষণ তুই যেন পাশে।
গুনগুন করে গান তাই যেন গাই।।
রচনা কাল : ২৪/০৮/২০১৮ ইং