তোমায় লেগেছে ভাল বলে মন প্রাণ
লিখে যাই দিবানিশি তাই কত গান।।
কথা হলে সুখে বুক যায় যেন ভরে
না হলে কথা হৃদয় কেন্দে কেন্দে মরে।
বিধাতা মধুর কণ্ঠ করেছে যে দান।।
সারাক্ষণ মন চায় শুনতে তোমায়
চুপচাপ থাকো যদি মন পুড়ে যায়।
আমার কথায় কোনো করো না ক মান।।
রচনা কাল : ২৯/০৮/২০১৮ ইং