তোমাতেই সুখ পাই তোমাতেই জ্বালা
দুঃখ পেয়ে হাসি যদি দাও গলে মালা ।।
চোখে জল দেখো যদি দূরে চলে যাও
ছলনাতে ভালবেসে কি সুখ গো পাও।
মিছে এই মন ঘিরে কেন সাজো ঢালা।।
এমন আদর করে কি হবে গো আর
যদি তুমি নাহি থাকো জীবনে আমার।
হাসি মাঝে ব্যথা গুলো হয়ে আছে কালা।।
রচনা কাল : ২০/০৫/২০১৮ ইং