তোমারে এ মন যদি কভু ভুলে যায়
সেই দিন দেহপ্রাণ মুক্তি যেন পায়।।


তোমার মুখের হাসি যদি কান্না হয়
সেদিন এ চোখ যেন হয়ে যায় ক্ষয়।
বিরহ বেদনা মন গান যেন গায়।।


গভীর নিশিতে যদি বুকে কান্না বাজে
ভুল করে ডেকে নিও হৃদয়ের মাঝে।
ব্যথা ভুলে সুখ পাবে বুঝো নিরালায়।।


রচনা কাল : ১৭/১০/২০১৮ ইং