তোমার ভালবাসায় হারাতে যে চাই
তোমার মাঝে আমার সুখ খুঁজে পাই।।


বউ কথা কও পাখি তোমার সামনে
ডেকে যেন বার বার সুখ পায় মনে।
সেই সুখ পেতে আমি ডেকে কত যাই।।


ফুল ফোটে কত করে বাড়িতে তোমার
তোমার ছোঁয়ায় তারা হাসে বার বার।
সেই হাসি কাছে গেলে দিও তুমি তাই ।।


রচনা কাল : ৩০/০৮/২০১৮ ইং