তোমার মেসেজ পড়ি আজ বার বার
বিরহ জ্বালায় প্রাণ পুড়ে ছারখার।
ইমুতে আসছি যত কোন সাড়া নাই
পাগল মনটা বলে তারে শুধু চাই।।
কোথায় রাখছো ফোন আছো কার কাছে
এতটা পাষাণ তুমি হয়ে গেলে পাছে।
বুঝেছি পেয়েছো সুখ কথা নাই তাই।।
ভুলতে পারলে তুমি আমি নাহি পাড়ি
ভাবলে তোমার কথা যাই ভব ছাঁড়ি।
বাঁচবো মরবো তবু বুকে পাবে ঠাই।।
রচনা কাল : ২৮/১২/২০১৮ ইং