তোমার কবর পাশে ঠাই পেতে চাই
এ ভুবনে দুঃখ মা গো সুখ নাহি পাই।।


মা তোমার কত কথা ভাবি নিরালায়
গভীর নিশিতে মন শুধু কেঁদে যায়।
কোলে তুলে নাও টেনে বুকে দাও ঠাই।।


আগের মতন করো আমায় আদর
বুকেতে নিয়ে মজাও গল্পের আসর।
স্বপ্ন মাঝে আসো কত ঘুম ভেঙে নাই।।


রচনা কাল : ১৮/০৯/২০১৮ ইং