তোমার বাড়ি ফেরায় বাড়ল দহন
পথ চেয়ে বসে রবে শুনে হাসে মন।।


যখন তোমার ছায়া আলোতে মিলায়
কি জানি কি ভেবে মন শুধু কেঁদে যায়।
মিলে গেলে দুটি প্রাণ হাসবে নয়ন।।


মনে পড়ে বারে বার সেই মিষ্টি হাসি
স্বপ্ন মাঝে এসে বলো বড় ভালবাসি।
প্রাণ চায় ছুটে যাই যখন তখন।।


রচনা কাল : ২২/০৬/২০১৮ ইং