তোমার আশায় কাটে যেন বারমাসি
তোমার ছোঁয়ায় মন বাজায় যে বাঁশি।।
তোমাতেই সব সুখ তোমাতেই প্রাণ
তোমারে দেখলে যেন মনে আসে গান।
একদিন না দেখলে মন দেয় ফাঁসি।।
প্রজাপতির পাখায়, আছে সুখ লেখা
ছোঁয়া যায় না দু'হাতে শুধু যায় দেখা।
সত্যি করে কবে পাবো বলো দিয়ে হাসি।।
রচনা কাল : ১৮/০৫/২০১৮ ইং