তোমাকে দেখার পরে চোখে ঘুম নাই
দিবানিশি খুঁজে মরি কোথা গেলে পাই।।


কবে তুমি দিবে দেখা স্বপ্নে দাও বলে
এই মন দিশেহারা পথহারা চলে।
কেন এত ভাল লাগে কিছু জানা নাই।।


দুটি মন হবে এক দেরি তো সহে না
সেই দেখা শেষ দেখা যেন গো হয় না।
তবে প্রাণ মরে যাবে মন বলে তাই।।


রচনা কাল : ২৩/০৪/২০১৮ ইং