তোমাকে আপন করে ঘরে নিতে চাই
অন্তর বাঁধনে বেঁধে সুখ মনে পাই।।
হাজারো তারার মাঝে তুমি এক চাঁদ
তোমার হাসির কাছে সব কিছু বাদ।
বুকের ভেতর দিও এতটুকু ঠাই।।
এমন রূপের রঙ দেখি নাহি আর
শিল্পীর তুলিতে আঁকা ছবি মানে হার।
দেখলে মনের ব্যথা সব ভুলে যাই।।
মধুর কন্ঠের বাণী যতবার শুনি
হৃদয় গভীরে আশা ততবার বুনি।
গোপনে একেলা বসে কত গান গাই।।
রচনা কাল : ২৬/১১/২০১৮ ইং