থেমে যাবে প্রাণ বায়ু যদি ভুলে যাও
মিথ্যে বলে আর তুমি কত সুখ চাও।
ফোন দিলে করে যাও নানা অজুহাত
বুঝে গেছি বিরহের কত বড় রাত।।
তিলে তিলে বুকটারে করে দিলে ছাই
সারাক্ষণ চেয়ে তবু পাশে নাহি পাই।
দূরে থেকে মায়া বলে ধরে থাকো হাত।।
কষ্ট দাও যত খুশি সব মেনে নিবো
দূরে নয় পাশে এসো সব প্রেম দিবো।
কথা নাহি শুনো বলে প্রাণে পড়ে ঘাত।।
রচনা কাল : ৩১/০১/২০১৯ ইং