তারে দেখে মন শুধু ভাবে সারাক্ষণ
তাহলে কি পড়ে গেছে প্রেমে এই মন।।


কাছে যদি নাহি থাকে তবু দেখি তারে
কেমনে যে তারে দেখি ঘোর অন্ধকারে।
ছুঁতে গেলে যায় না তো হাসায় তখন ।।


অপেক্ষায় থাকে মন সারা দিবানিশি
বার বার বলে মন তারে ভালবাসি।
খুশি হবে এই মন আসবে যখন।।


রচনা কাল : ২৬/০৪/২০১৮ ইং