সুখী হতে দুঃখ দিলি পর হাত ধরে
দুঃখ দিয়ে সুখ মেলে কে বলেছে তোরে ।।
ছলনা দিয়ে আমায় নিলি কেন মন
জৈষ্ঠ্য মাসে সুখ দিয়ে ভাসালি শ্রাবণ।
কি পেল ওই শ্রাবণে ভাঙা ঘরে ঝরে।।
কেন এমন হইলি জানে নারে মন
ব্যথা দিয়ে হেসে গেলি মানে না নয়ন।
এমন ছিলি না আগে কেন গেলি সরে।।
রচনা কাল : ২০/০২/২০১৮ ইং