সুখে থেকো ভাল থেকো করি এই দোয়া
ভুলে যেও স্বপ্ন মাঝে দিও নাহি ছোঁয়া।
যার বুকে রাখো মাথা তারে দিও প্রাণ
গেও তুমি দিবানিশি তারে নিয়ে গান।।


হাসি খুশি থাকো যদি বড় সুখী হই
মনকথা একা একা চুপিসারে কই।
ভাল আছি করো নাহি আর অভিমান।।


ভুলে যেতে পারি নাই কষ্ট সয়ে নিছি
বন্দি নয় একেবারে মুক্ত করে দিছি।
স্মৃতি গুলো হাসি হলে বয় সুখ বান।।


রচনা কাল : ২৮/১১/২০১৮ ইং