সুখ গেছে বহু দূরে


সুখ গেছে বহু দূরে অচিন সুদূরে
বেদনা, অশ্রুর জলে ভাসে হৃদপুরে।।


স্মৃতি গুলো মন জুড়ে করে আনাগোনা
বীজ গুলো স্বপ্ন মাঝে আছে আজো বোনা।
সুখ পাখি কেন গেল খাঁচা ভেঙেচুরে।।


কান্নার ঢেউয়ে হায় সব ভেঙে যায়
বিরহী হৃদয় গুলো যেন সুখ পায়।
সেই সুখে দেহ মন যায় যেন পুড়ে।।


রচনা কাল : ১৬/০৬/২০১৮ ইং