সুখ চেয়ে দুঃখ আসে দুঃখ চেয়ে দুঃখ
অপলকে দেখে চোখ হয় তাই রুক্ষ।
কেউ নাহি দিল দাম এই মনটারে
ব্যথা দিয়ে যায় চলে সবে বারে বারে।।


বুঝে গেছি ভালবাসা কপালেতে নেই
যার তার কাছে মন আর নাহি দেই।
বেদনার কথা বলি একা অন্ধকারে।।


মিছে হল বেঁচে থাকা ভাবি কোন ক্ষণে
হৃদয়ের কথা গুলো কাঁদে রাতি সনে।
এত জ্বালা বলি আর গিয়ে কার ধারে।।


রচনা কাল : ৩১/১২/২০১৮ ইং