স্মৃতি ভরা পাতা খানি করি কারে দান
বিরহের সুরে বুকে বাজে কত গান।
লেখা আছে হৃদয়ের প্রতি ভাজে ভাজে
পুরাতন কথা গুলো আজো মনে সাজে।।


হারানোর জ্বালাতন কত সয়ে যাই
এই বুকে হাহাকার কোন সুখ নাই।
কিছু সুখ উঁকি দেয় স্বপনের মাঝে।।


কুয়াশায় ঢাকা পরে মরে গেছে চাঁদ
দু'নয়ের অন্ধকার পড়ে যাই খাদ।
সেথা বসে ভাবি শুধু নাহি আসে কাজে।।


রচনা কাল : ২৯/১১/২০১৮ ইং