সত্য পথে এসো ফিরে মিথ্যাবাদী মন
ছলাকলা করে কত পেয়ে গেছো ধন।।


অর্থ রবে দুনিয়াতে তুমি চলে যাবে
পরপারে গিয়ে মন কিছু নাহি পাবে।
মিথ্যে হবে সব কিছু আসা এই বন।।


ভাবনাতে দেখো বুঝে কতটুকু দুষী
মিথ্যা কথা কত খানি বুক মাঝে পুষি।
পাপ থেকে দূরে রবে করো এই পণ।।


মানুষের ঘরে জন্ম পশু কেন হবে
সত্য ছেড়ে মিথ্যা কথা কেন মুখে কবে।
এই সব ভেবে মাথা ঘুরে ভনভন।।


রচনা কাল : ২৭/১১/২০১৮ ইং