স্বপ্ন তুই সত্যি তুই আমার নয়নে
আছিস তুই হৃদয়ে প্রেমের বাঁধনে।।
তুই ছাড়া কোন কিছু লাগে না রে ভাল
পাশে তুই এলে পরে থাকে না রে কালো।
আলোতে সারা ভুবন মাতে সারাক্ষণে।।
মুখের মিষ্টি হাসিতে পলক না পরে
মনে হয় সারাক্ষণ দেখি দিন ভরে।
চন্দ্র হলে সূর্য হলে হৃদয়ের কোণে।।
রচনা কাল : ০৩/০৪/২০১৮ ইং