স্বপ্ন মাঝে পাশে বসে রাখি হাতে হাত
বিরহের সুরে বাঁধা তবু প্রতি রাত।
কোথা গেলে পাবো তারে কিছু জানা নাই
প্রেম সুর যায় থেমে বুকে উঠে তাই।।


কান্না গুলো অশ্রু হয়ে দু'নয়নে ঝরে
হৃদয়ের শূন্য খাঁচা হাহাকারে ভরে।
কারো মনে এই মন পেলো নাহি ঠাই।।


চিরকাল রয়ে গেল বুকে প্রেম তৃষা
নিরালায় ভেবে প্রাণ পেল বুঝি দিশা।
একা একা থেকে যেন শান্তি ফিরে পাই।।


রচনা কাল : ২৯/১২/২০১৮ ইং