স্বপ্ন দেখি যত করে লাগে তত ভাল
বাস্তবে না পূর্ণ হলে মুখ হবে কালো।।
রঙিন রাজ্যে আমার তুমি ফুল পরী
আদরে তোমার মন যতনেতে ভরি।
স্বপনে যদিও আসো জ্বলে ঘরে আলো।।
একদিন সত্যি করে হবে যে আমার
যাবে না ক স্বপ্ন সেদিন আবার।
এত বেশি ভাবি বলে মন অগোছালো ।।
রচনা কাল : ১৫/১০/২০১৮ ইং