স্বপ্ন দেখা বন্ধ হল ভুবন মাঝার
ফিরে যদি পাই প্রাণ দেখবো আবার।।
সাধ ছিল মন ভরে ছুঁইবো তোমায়
সেই তুমি হাসি দিলে অন্যের ছোঁয়ায়।
তাই ভাসি অশ্রু জলে একেলা আঁধার।।
ফোটা ফুলে বসে ছিল একটা ভ্রমর
মধু নয় বিষ খেয়ে কাটছে প্রহর।
অগ্নি জ্বলে শুধু জ্বলে হিয়ার ভেতর
জানা নাহি ছিল তুমি এতটা সেমর।
আশা নেই আর বুকে তোমাকে পাবার।।
রচনা কাল : ১৫/১১/২০১৮ ইং