স্বপ্ন ডাকে নদী ডাকে আয় কাছে আয়
ভালবেসে কাছে গিয়ে মন ব্যথা পায়।।
ভালবাসা পুড়ে পুড়ে হয়ে গেল ছাই
সত্যিকার ভালবাসা ভুবনেতে নাই।
পোড়া মনে গন্ধ ভাসে সবে দূরে যায়।।
ক্লান্ত মনে দুঃখ শুধু হাহাকার ভরা
ফাল্গুনের এই ক্ষণে বুকে চৈত্র খড়া।
পাখি ডাকা ভোর যেন দুঃখ এনে দেয়।।
রচনা কাল : ১৮/০২/২০১৮ ইং