স্বপ্ন ভাঙা ঝড় এসে হৃদয়ে গড়ায়
ইচ্ছে গুলো তুচ্ছ হলে বেদনা ছড়ায়।।


অন্ধ মনে অন্ধ ভাবে দেখেছি আকাশ
নিশিরাতে ফাঁকা মাঠে খেয়েছি বাতাস।
দু'নয়ন অশ্রু আজ অঝোরে ঝরায়।।


আশা গুলো মিথ্যে হয়ে নিরাশ করেছে
প্রাণ জুড়ে ব্যথা বুঝি তাইতো ভরেছে।
তৃষা পেয়ে কাঁদে বুক পড়েছে খরায়।।


সুখ গুলো ছিল আগে এখন আঁধার
স্মৃতি ভরা কথা মনে জাগছে আবার।
বিরহের সুর তাই অন্তর  ভরায়।।


রচনা কাল : ০৪/১২/২০১৮ ইং