স্বপ্নে দেখি সেই ছবি মুখে দেয়া হাসি
সত্যি করে বলে প্রাণ আজ ভালবাসি।।


হারানোর পরে বুঝি কত দামি ছিল
প্রেম দিয়ে বুক ভরে দুঃখ শুধু নিল।
ভুল পথে ভুল ভেবে গেছি বারোমাসি।।


যত্ন করে পথ প্রাণে রেখে দিতো সুখ
ভাল কিছু পেলে যেন তুলে দিতো মুখ।
আজ সেই পর ঘরে হয়ে আছে দাসি।।


এই ভুল শুধু ভুল ক্ষমা নেই তার
এই ধারে এসে ছিল ছুটে বার বার।
গালি খেয়ে অশ্রু জলে গেছে কত ভাসি।।


রচনা কাল : ১৬/১১/২০১৮ ইং