সন্ধ্যা হল সূর্য গেল নাহি সে রইল
তাই ব্যথা এই বুকে শুধু যে বইল।।
মিষ্টি কথা বৃষ্টি মাঝে বলা ছিল কত
হাসি ভরা ওই ঠোটে ছিল ফুল শত।
সবে যেন গেল দূরে কেহ না রইল।।
ফুল বনে ছিল পাখি গাইতো রে গান
ভরে যেত সেই গানে যেন মন প্রাণ।
আজ শুধু ওই বনে ব্যথা যে রইল।।
রচনা কাল : ০৫/০৪/২০১৮ ইং