সন্ধ্যা বেলা হল দেখা কথা তো হল না
ভুলে গিয়ে পর হলে ভুলা তো গেল না।।
সুখ পাখি হয়ে তুমি এলে শিশু কালে
যৌবনেতে উড়ে গেলে কেন অন্য ডালে।
ছন্দ দিয়ে গান লিখি গাইতে পারি না।।
বাদল দিনের কথা মনে পড়ে যায়
বৃষ্টি ভিজে বাড়ি ফিরে গালি খেলে হায়।
নিশি রাতে ভাবি কত সুখ তো মেলে না।।
রচনা কাল : ১৮/০২/২০১৮ ইং