সোনালী সুদিন আর আসবে কখন
হৃদয় পোড়ার সুর উঠেছে যখন ।।


আমি একা বার বার সয়ে যাই ব্যথা
ব্যথা ভরা মুখ আর কয় না তো কথা।
ভালবাসা মন কাড়ে শুনবো কখন।।


পোড়া বুকে ঢেউ সুর উঠে না তো আর
দুঃখের অনলে বুক পোড়ে বার বার।
হৃদয়ের ভাঙা ঝড় থামবে কখন।।


রচনা কাল : ২৪/০১/২০১৮ ইং