সকাল বেলায় এসে বিকেলেতে পেলে
তৃষিত হৃদয় দিয়ে সুখ খুঁজে গেলে।
প্রেমের বাঁধনে বাঁধি দু'টি হাত ধরে
নয়নে সুখের অশ্রু তাই এত ঝরে।।


নিজের মনের কথা যত শোনা যায়
ততই সুখের ঢেউ প্রাণে উছলায়।
আপন সুরের গানে আছো যেন  ভরে।।


জানতে চেয়েছো আজ কত ভালবাসি
জড়িয়ে বুকের সাথে দেই মিষ্টি হাসি।
পেয়েছো অন্তর মাঝে সুখ থরে থরে ।।


রচনা কাল : ২৫/১২/২০১৮ ইং