সবে আছে পাশে মোর শুধু সেই নাই
তবু ব্যথা পেয়ে বুক অশ্রুতে ভাসাই।।


তারে ছাড়া বুক বনে নাহি ফোটে ফুল
মনে হয় পৃথিবীতে বেঁচে থাকা ভুল।
কি করে আপন হয় চোখে দেখা নাই।।


বিধাতা কেমন করে বানায় মানুষ
না দেখে পাগল হয় থাকে না তো হুশ
মন মতো মন পেলে সুখেতে হারাই।।


রচনা কাল : ২০/০৬/২০১৮ ইং