শুরু থেকে ভেবে দেখ কত ভালবাসি
দেখা পেলে কোন খানে কাছে ছুটে আসি।।
স্বপ্ন মাঝে সারাক্ষণ এঁকে যাই ছবি
পর লাগে তোর কাছে পৃথিবীর সবি।
তুই ছাড়া লাগে একা আঁখি জলে ভাসি।।
বুকে টেনে নিবি বলে এই আশা করি
প্রেম দিয়ে মন প্রাণ দিবি কবে ভরি।
জানা হলে প্রাণ খুলে দিতে চাই হাসি।।
একবার বল এসে দু'টি হাত ধরে
বুঝে গেছি তাই প্রেম দিব মন ভরে।
কলিজায় বেঁধে রব সুখে বারোমাসি।।
রচনা কাল : ১৪/১২/২০১৮ ইং