শুনোনি বিরহ রাত কত কথা কয়
বুঝোনি মনের দামে মন দিতে হয়।।


দিয়েছো ব্যথার নদী নাই তার কূল
হারিয়ে ফেলেছি পথ করে যেন ভুল।
লাগছে পরাণে ঢেউ লাগে তাই ভয়।।


আসলে দুয়ারে কভু দেখে যাবে জ্বালা
পরাবে তখন গলে হাসি মুখে মালা।
ভাবছি এমন করে প্রেম হতে জয়।।


জীবনে কখনো যদি কাছাকাছি পাই
দেখাবো হৃদয় মাঝে কত খানি চাই।
তোমার বিহনে বুক কত হল ক্ষয়।।


রচনা কাল : ২৩/০১/২০১৯ ইং