শুধু ভালবেসে যাবো কিছুই চাই না
ফিরে দেখো এই মুখ ভুলতে পারো না।।


এত ভালবাসা দিয়ে এত কাছে টেনে
ভুলে গেলে তাই মন নেবে কি গো মেনে।
অভিমানে আর তুমি এমন করো না।।


ভাবনা দিয়ে আমায় কাঁদালে শুধুই
জানি তুমি এই ভবে পেলে না কিছুই।
ফিরে এসো ঘুচে যাবে সকল বেদনা।।


রচনা কাল : ২৩/০৬/২০১৮ ইং