শ্রাবণের মত মন অঝোরে কাঁদছে
এত ব্যথা কোন দোষে এই প্রাণ পাচ্ছে।।


যে ধারে যাই না কেন ব্যথা শুধু পাই
বিরহের সুরে আজ গান গেয়ে যাই।
তেলে বেগুনে হৃদয় সে যেন ভাজছে।।


ফাগুনের ছোঁয়া পেতে মন শুধু চায়
জীবনে কত ফাগুন আসে আর যায়
সে যেন সুদূর দূরে অন্যকে সাজাচ্ছে।।


রচনা কাল : ২১/০৭/২০১৮ ইং