শ্রাবণের এই দিনে মন চায় যারে
সুখে প্রাণ যাবে ভরে পাই যদি তারে।।
নিশিতে একেলা আর বাজাবো না বাঁশি
একা একা ঘুমঘোরে দিবো না তো হাসি।
চাঁদ নেই তারা নেই সে হাসে আঁধারে ।।
বুকের ভেতর তারে রাখতাম ভরে
সেখানে থাকতো বসে যুগ যুগ ধরে।
ডেকে যাই মন থেকে তারে বারে বারে।।
রচনা কাল : ২৬/০৭/২০১৮ ইং