শ্রাবণ দিনের মেঘ বৃষ্টি হয়ে যায়
এমন বর্ষার দিনে মন তারে চায়।।
আদরে আদরে বুকে রাখতাম ধরে
যতক্ষণ টিন চালে বৃষ্টি ফোটা ঝরে।
মন আজ বৃষ্টি জলে সুখ নাহি পায়।।
কে জানি আড়াল হতে ডাকে মিষ্টি সুরে
মনে হয় কাছে সে তো নয় বেশি দূরে।
বৃষ্টি তালে ঘুম এলে সব যে হারায়।।
রচনা কাল : ১৭/০৭/২০১৮ ইং