শাপলা তুলতে এসে দেখেছো নিরালে
একটু সুখের আশে পা জলে ভিজালে।।


খলখল হাসি হেসে বসো আম তলে
ফিরে ফিরে দেখো বাড়ি নাহি প্রাণ চলে।
পড়েছে যখন চোখ মুখ যে ফিরালে।।


মনে পড়ে সেই কথা গভীর নিশিতে
আসলে আবার কাল মজাবো পীরিতে।
স্বপ্নে এখনই তরী কিনারে ভিড়ালে।।


রচনা কাল : ০৯/১০/২০১৮ ইং