সেই চোখ সেই মুখ পাবো নাহি আর
কাঁদলে জনম ভরে হবে মন ভার।।
যে যায় সুখের আশে তারে ফেরা দায়
ব্যথা নাহি বুঝে যেই হৃদয় পোড়ায়
সে কি প্রেমের দহনে জ্বলে বারে বার।।
যে প্রেমে শ্রাবণ ঝরে সেই প্রেম খাঁটি
নিশিতে ভেজায় কাঁথা ভেজে শুষ্ক মাটি
সেই নয়ন ভুবনে নাই যার তার।।
রচনা কাল : ৩০/০৫/২০১৮ ইং