সেদিনের কিছু কথা মন দিয়ে শোনো
কত কষ্টে দিন গেল তা কি তুমি জানো।।


সেদিনের পর থেকে নীরব নিথর
শত যন্ত্রণায় কাটে সারা রাত ভর।
কত দিন দূরে ছিলে দিন গুলো গুনো।।


সয়ে সয়ে মন আজ হয়েছে পাথর
ভরে গেছে ব্যথা দিয়ে দুঃখের সাগর।
হৃদয়ের দুঃখ কথা আরো কিছু শোনো।।


রচনা কাল : ১৬/০১/২০১৮ ইং