সে রাতে চাঁদের সাথে মিলেছি দু'জনে
চাঁদের আলোয় মোরা হেসেছি ভুবনে।।
সেই চাঁদ আজো জ্বলে তারাদের ভিড়ে
সেই আলো আজ মোর আসে না কো নীড়ে
যদি আসে তবু যেন ধরে না নয়নে।।
কত যে জোনাক জ্বলে সেই দূর্বা ঘাসে
সেই রাত সেই ক্ষণ মন নাহি হাসে।
তাহলে কি সুখ গুলো গেল দূর বনে।।
রচনা কাল : ১৯/০৫/২০১৮ ইং