সে কি আর আসে ফিরে যে থাকে আদরে
ভালবাসা পেয়ে সে তো সুখ নেয় ভরে।।
হৃদয়ে থাকে না তার অতীতের সুখ
ব্যর্থ প্রেমিকা সবার ঢেকে রাখে মুখ।
দেখা হলে ভুলে কভু দূরে যায় সরে।।
পোড়ে শুধু প্রেমিকের শূন্য কলিজায়
একা রাত পার করা লাগে অসহায়।
বুকে মাথা রাখে যদি কষ্ট নাহি ধরে।।
রচনা কাল : ৩০/০৪/২০১৮ ইং